চীন সফরে যাবেন ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর আটজন বিজয়ী

ক.বি.ডেস্ক: তিন মাসব্যাপী যাচাই-বাছাই, প্রশিক্ষণ ও মূল্যায়নের পর ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ-২০২৫’-এর আটজন বিজয়ীর নাম ঘোষণা করেছে হুয়াওয়ে। পরবর্তী বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই আটজন বিজয়ী চীন সফর করবেন। বাংলাদেশে ২০১৪ সালে যাত্রার পর হুয়াওয়ে এই বছর ১২তম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মাধ্যমে দেশের তরুণরা সর্বাধুনিক প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মূল্যবান দিক নির্দেশনা লাভের সুযোগ পাচ্ছে।
আজ শনিবার (১২ জুলাই) ঢাকায় হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আটজন বিজয়ীর হাতে সম্মাননা ও সনদ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টর অব দ্যা বোর্ড লিন হাই, ইউনেস্কো’র বাংলাদেশ অফিস প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ।
বিজয়ীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সায়েদ আতিফ রায়হান; নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারিসা জায়নাহ জামান; ব্র্যাক ইউনিভার্সিটির নাফিম করিম খান; বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মো. রেজওয়ান উল্লাহ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত; রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মো. সাফিউস সিফাত ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন।
লিন হাই বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে হুয়াওয়ে প্রতি বছর মেধাবীদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই উদ্যোগটি হুয়াওয়ের ‘বাংলাদেশে, বাংলাদেশের জন্য’ লক্ষ্যের বাস্তব প্রতিফলন, যা এ দেশের মেধাবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী আইসিটি খাত গড়ে তোলার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। আইসিটি ক্ষেত্রে তরুণদের জন্য আমাদের এ ধরণের আয়োজন একটি দীর্ঘ বিনিয়োগ। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা যে মূল্যবান শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা ভবিষ্যতে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ড. সুসান ভাইজ বলেন, “এই উদ্যোগটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছে। বিজয়ী তরুণ-তরুণীদের দক্ষতা, উৎসাহ ও অঙ্গীকার স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। এমন মেধাবী তরুণ-তরুণীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”