অ্যাপস মোবাইল

চট্টগ্রাম নগরীর অপরাধ দমনে ‌‘হ্যালো সিএমপি’ অ্যাপ চালু

ক.বি.ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের নাগরিকদের সুবিধার জন্য এবং অপরাধ দমনে ‘হ্যালো সিএমপি’ অ্যাপ চালু করেছে। যে কোনও বিষয়ে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ বা তথ্য দিতে পারবেন। নাগরিকরা গুগল প্লে স্টোরে ‘Hello CMP’ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপে দেয়া তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

গতকাল রবিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অ্যাপটি ডাউনলোড করে নগরবাসীর কাছে অপরাধের তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি কিছু দুষ্কৃতকারী ও প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিএমপি সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে এমন উদ্যােগ নিয়েছে।

সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসাধু চক্র বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে বা গোপনে চাঁদা দাবি করছে। একই সঙ্গে তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে যে কোনও চাঁদাবাজি, হুমকি বা ভয়ভীতির তথ্য সিএমপির ‘হ্যালো সিএমপি’ অ্যাপে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সিএমপি পুলিশের প্রত্যাশা, নাগরিকদের সক্রিয় সহযোগিতায় চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *