গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড এর গ্রান্ড ফিনালে
ক.বি.ডেস্ক: শিশুদের মেধা, কৌতূহল ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো “গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ”-এর গ্রান্ড ফিনালে। এই অলিম্পিয়াড শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, বিশ্লেষণী চিন্তা, যুক্তিবোধ এবং সৃজনশীলতা বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, পরিবেশ, সাধারণ জ্ঞান ও ব্রেইন গেম এই ৬টি বিষয়ের ওপর ভিত্তি করে আয়োজিত গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ৬ থেকে ৯ বছর, ১০ থেকে ১২ বছর এবং ১৩ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা। অলিম্পিয়াডকে কেন্দ্র করে সারা বিশ্বে পরিচালিত হয় অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম, প্রস্তুতিমূলক অনলাইন কুইজ প্র্যাকটিস, আধুনিক মক টেস্ট সফটওয়্যার এবং একাডেমিক গাইডলাইন সেশন। শিক্ষার্থীরা ঘরে বসেই নিজেদের প্রস্তুতি যাচাই ও উন্নতির সুযোগ পায়, যা এই অলিম্পিয়াডকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর করে তোলে।
অনলাইন প্রিলিমিনারি ও সেকেন্ডারি পরীক্ষার মাধ্যমে সেরা শিক্ষার্থীদের বাছাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। নির্বাচিত ফাইনালিস্টদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি পরীক্ষার মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। চূড়ান্ত পর্ব শেষে প্রতিটি ক্যাটাগরিতে প্রতিটি বিষয়ের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়। ৬টি বিষয়ে ৩টি ক্যাটাগরিতে ৫৪টি মেডেল প্রদান করা হয়।

গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড যুক্তরাষ্ট্র কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ মাহদী উজ জামান। উপস্থিত ছিলেন স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড-এ বিজয়ী স্কুলগুলো হলো- লাইট হাউস ইন্টা. স্কুল, ইউরোপিয়ান ইন্টা. স্কুল, স্যার জন উইলসন স্কুল, গ্লেনরিচ ইন্টা. স্কুল, নেভি এ্যাঙ্করেজ স্কুল ও কলেজ, স্কলাস্টিকা, ইংলিশ একাডেমি, মানারাত ইন্টা. স্কুল, ইউনিভার্সেল টিঊটোরিয়াল, সেন্ট জোসেফ ইন্টা. স্কুল, বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল, উইজডম ইন্টা. স্কুল, একাডেমিয়া, গ্রীন হিল ইন্টা. স্কুল অ্যান্ড কলেজ, স্কুল অব দ্য নেশন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল এবং লর্ডস অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল।





