উদ্যোগ

গ্রামীণফোনের ‘১.৩ ক্যাম্পেইন’ এ মেগা ডিল ও আকর্ষণীয় অফার

ক.বি.ডেস্ক: ‘১.৩ ক্যাম্পেইন- ১ নম্বর অফারের মেলা’ নামে নতুন একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন। ক্যাম্পেইনটি চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। এতে রয়েছে বেশ কিছু অনন্য অফার ও মেগা রিওয়ার্ড। এয়ার টিকেট, ১০০% ক্যাশব্যাক, জিপিফাই-য়ে ৬০ শতাংশের বেশি ছাড়ের মতো অনন্য অফার থেকে শুরু করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন নির্দিষ্ট রিচার্জ এমাউন্টে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ এবং নতুন সিম অফার।

যেকোনো অফারের মাধ্যমে, প্রত্যেকটি গ্রাহক পাবেন কিছু না কিছু জেতার সুযোগ। এ ছাড়া যারা জিডিএল, নোকিয়া বা আইটেল ফোন কিনবেন তারা পাবেন বোনাস ডেটা। কেবল সংযোগই নয়, এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা তাদের দৈনন্দিন কেনাকাটায়ও পাবেন বাড়তি সুবিধা। স্বপ্ন, চালডাল, ঘরের বাজার, আস্থা ফুড এবং যোগান থেকে গ্রোসারি কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

এ ছাড়া ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক-এর বিশেষ গিফট, পাঠাও’র ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ’র সেবায় বিশেষ সেভিংসের মত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে ক্যাশব্যাক ও আকর্ষণীয় নানা ডিল। জিপিস্টার গ্রাহকদের জন্য নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রাহকরা তাদের লয়ালটি স্ট্যাটাস আপগ্রেড করতে পারবেন। ৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস এবং ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটি সম্পর্কে বিন্তারিত: https://gpworld.co/1-3

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *