উদ্যোগ

গ্যাজেট ও অ্যাক্সেসরিজের জন্য নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা

ক.বি.ডেস্ক: বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের সাশ্রয়ী মূল্যে আসল গ্যাজেট সরবরাহ এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা করলো ই-কমার্স সাইট গ্র্যাবী (Grabee.com.bd)। মোশন ভিউ লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করা ‘গ্র্যাবী’ দেশের গ্যাজেট ক্রেতাদের জন্য হতে যাচ্ছে এক নির্ভরযোগ্য অনলাইন গন্তব্য।

গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় নতুন গ্র্যাবী (Grabee.com.bd) এই প্ল্যাটফর্মটি।

গ্র্যাবী (Grabee.com.bd) প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ, হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আনবে সহজতা ও স্টাইলের ছোঁয়া- এই লক্ষ্যেই সাজানো হয়েছে পুরো পণ্যতালিকা।

গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য একটাই- গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা মূল্যে দেয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।”

গ্র্যাবী-এর ডিজিএম খালিদ হাসান বলেন, “বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনও সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও মূল্যের অসঙ্গতিতে ভোগেন। গ্র্যাবী প্রতিশ্রুতিবদ্ধ- গ্রাহক যেন সবচেয়ে কম মূল্যে দামে আসল পণ্য পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *