গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজ

ক.বি.ডেস্ক: বাংলাদেশে ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদন বা শখের বিষয় নয়, বরং তরুণদের জন্য মূলধারার এক ক্যারিয়ারে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্র্যান্ডগুলোও এগিয়ে আসছে। স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাজারে আনছে তাদের নতুন জিটি সিরিজের অফিসিয়াল ফাইভজি স্মার্টফোন, যা বিশেষভাবে গেমারদের জন্য তৈরি।
ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন কমিউনিটি- সবখানেই প্রতিযোগিতামূলক গেমিং তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে। জাতীয় টুর্নামেন্ট এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যাম্পাস লিগে ইতিমধ্যেই হাজারও খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্যদিকে দর্শকেরাও পিছিয়ে নেই- লাইভস্ট্রিম ও সরাসরি ইভেন্টে প্রিয় দলের খেলায় উৎসাহ যোগ করতে ভিড় করছেন তারা।
গেমিংয়ে এই উচ্ছ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উন্নত প্রযুক্তির চাহিদা। এমন ডিভাইসের প্রয়োজন দেখা দিয়েছে, যা দ্রুতগতি, দীর্ঘসময় স্থিতিশীল পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রয়োজনীয় নিখুঁত অভিজ্ঞতা দিতে পারে। এই চাহিদার কথা মাথায় রেখে ইনফিনিক্স নিয়ে আসছে জিটি সিরিজের নতুন স্মার্টফোন। নতুন এই ফোন সাশ্রয়ী মূল্যে প্রো-লেভেলের পারফরম্যান্স দেবে।
নতুন এই ফোনে রয়েছে ডুয়াল ক্যাপাসিটিভ গেমিং ট্রিগারস। কনসোল-স্টাইলের এই কন্ট্রোলস খেলোয়াড়দের দ্রুত গিয়ার বদলানো, কম্বো চালানো এবং মুহূর্তেই প্রতিক্রিয়া দেয়ার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭৪০০ ৫জি প্রসেসর। ডিভাইসটিতে যুক্ত হয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে।