আনুষাঙ্গিক মোবাইল

গিনেস রেকর্ডে ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হট সিরিজের হট ৬০ প্রো এর মাধ্যমে নতুন এক ইতিহাস রচনা করেছে। এই স্মার্টফোনটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি–কার্ভড ডিসপ্লে–এর ফোন হিসেবে, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই অর্জন উদ্‌যাপন করছে কেবল প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং সেই প্রজন্মের মনোভাবকেও- যারা কখনও থেমে থাকতে চায় না, সবসময় খুঁজে ফেরে নতুন সম্ভাবনা। ইনফিনিক্স চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রজন্মের চাহিদা অনুযায়ী প্রযুক্তি, আভিজাত্য ও শক্তির সমন্বয়ে নতুন কিছু উপহার দিতে। পাতলা অথচ টেকসই নকশায় তৈরি হট ৬০ প্রো প্লাস স্মার্টফোন প্রকৌশলে নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে প্রিমিয়াম অভিজ্ঞতা, স্বাচ্ছন্দ্য আর ভবিষ্যত-উপযোগী নকশা।

রেকর্ড গড়া নকশার পাশাপাশি হট ৬০ প্রো প্লাস এসেছে শক্তিশালী বৈশিষ্ট্য নিয়ে। এর মূল শক্তি জি২০০ প্রসেসর। রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, উজ্জ্বল অ্যামোলেড পর্দা। দ্রুত চার্জিং সুবিধার পাশাপাশি যুক্ত আছে সারারাত চার্জ দেয়ার সময় বিশেষ সুরক্ষা ব্যবস্থা। একসঙ্গে রয়েছে আভিজাত্য, শক্তিশালী কর্মক্ষমতা এবং স্থায়িত্ব। প্রযুক্তির সীমা ছাড়িয়ে এটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *