সাম্প্রতিক সংবাদ

গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ‘এসডি-ওয়্যান’ সলিউশন

ক.বি.ডেস্ক: টানা পঞ্চমবারের মতো গ্রাহকদের পছন্দের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে হুয়াওয়ের সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সলিউশন (এসডি-ওয়্যান)। এই সলিউশন ফুল স্কোর ৫/৫ স্টার সহ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১০০% ‘উইলিংনেস টু রেকমেন্ড’ অর্জন করেছে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ‘২০২৫ গার্টনার পিয়ার ইনসাইটস ভয়েস অব দ্য কাস্টমার ফর এসডি-ওয়্যান’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের এসডি-ওয়্যান সলিউশন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়্যান আন্তঃসংযোগের চাহিদা পূরণ করতে পেরেছে। এটি ছোট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান ও অপারেটরদের জন্য উপযোগী আন্তঃসংযোগও প্রদান করতে সক্ষম। বিস্তৃত সংযোগ, উন্নত মান, হাইপার-কনভারজেন্স ও বুদ্ধিমত্তাভিত্তিক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সের জন্য হুয়াওয়ের এসডি-ওয়ান সলিউশন গ্রাহকদের প্রথম পছন্দ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *