সাম্প্রতিক সংবাদ

‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু বাংলাদেশ ব্যাংকের

ক.বি.ডেস্ক: সরকারি লেনদেন ‘ক্যাশ লেস’ করার উদ্যোগ হিসেবে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের সঠিকতা যাচাই এর জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে। নতুন এই ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একই সঙ্গে জালিয়াতিরোধ ও অর্থ অপচয়রোধে কার্যকর ভূমিকা রাখবে

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক কর্মশালায় এ কথা জানান। কর্মশালার আয়োজন করে আইবাস স্কিম, এসপিএফএমএস, অর্থবিভাগ। মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকের সিস্টেম সমূহের সঙ্গে আইবাস সিস্টেমের ইন্ট্রিগেশন স্থাপন, গ্রাহকদের একাউন্ট ভেরিফিকেশন সিস্টেম পাইলটিং পরবর্তী সকল পর্যায়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন বিষয়ক কর্মশালা।

কর্মশালায় জানানো হয়, চলতি বছরের গত ২৬ জানুয়ারি থেকে চারটি চিফ একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে (সিএএফও) পরীক্ষামূলকভাবে এই এভিএস সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে- স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। আগামী জুন মাসের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এভিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। সভাপতিত্ব করেন বাজেট-১ ও জাতীয় কর্মসূচি পরিচালক (অতিরিক্ত সচিব) বিলকিস জাহান রিমি।

বিলকিস জাহান রিমি বলেন, এভিএস সিস্টেম বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো সরকারি সকল পেমেন্ট ক্যাশলেস করা এবং ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জালিয়াতি ও অর্থের অপচয় রোধ করে গ্রাহকদের ভোগান্তি লাঘব করা ও সঠিক প্রাপকের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ নিশ্চিত করা। এই সিস্টেম সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য যাচাই করা এবং চেক ছাপানোর জন্য সরকারের ব্যয়িত ৫০০-৬০০ কোটি টাকা সাশ্রয় করতে ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *