মোবাইল স্মার্টফোন

কাল উন্মোচিত হচ্ছে এআই-নির্ভর ‘অনার এক্স৬সি’ স্মার্টফোন

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ কাল দেশের স্মার্টফোন বাজারে উন্মোচন করছে অনার এক্স সিরিজের নতুন ডিভাইস ‘অনার এক্স৬সি’। এআই অভিজ্ঞতা, স্থায়িত্ব ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি করা হয়েছে নতুন এই স্মার্টফোনটি। একইসঙ্গে স্টাইল ও নান্দনিকতায় কোন আপোষ না করেই স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন। মিড-রেঞ্জ স্মার্টফোনের জগতে নতুন এক মানদণ্ড তৈরি করতে যাচ্ছে তাদের এ নতুন সংযোজন।

অনার এক্স৬সি
দুর্দান্ত এআই অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য পারফরমেন্সের ফোনটিতে রয়েছে এআই এর জন্য নির্দিষ্ট বাটন। এই এআই বাটনের সাহায্যে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন, সেই সঙ্গে থাকছে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ ও ঝটপট সার্চ দেয়া সহ বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ। ফোনটিতে থাকা এআই ইরেজার ছবি তোলার সময় পেছনের পথচারী বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি ফ্রেমে ঢুকে যায় তাহলে সেটি বুদ্ধিমত্তার সঙ্গে মুছে ফেলবে।

অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এই ডিভাইসটিতে রয়েছে ম্যাজিকওএস, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার হাওয়ার ব্যাটারি। ফোনের ব্যবহারকে আরও সুরক্ষিত করবে এর এসজিএস প্রিমিয়াম সার্টিফিকেশন। এ ছাড়া, এর আইপি-সিক্সফোর রেটিং দিবে পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা। বিস্তারিত: https://smart-honor.com/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *