উদ্যোগ

কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার আনলো গ্রামীণফোন ও পামপে

ক.বি.ডেস্ক: গ্রামীণফোন তাদের সহযোগী পামপে-এর সঙ্গে পার্টনারশিপ সম্প্রসারণ করেছে। এর ফলে, দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিভাইস-বান্ডেল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা। এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজসহ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ।

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং চুক্তিতে সই করেন। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং, চিফ সেলস অফিসার জ্যাক ঝা উপস্থিত ছিলেন।

গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪,৫০০ মিনিট এবং ৪,৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬,৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা । উভয় বান্ডেলের মেয়াদ ২৭০ দিন।

পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সঙ্গে থাকছে গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *