সাম্প্রতিক সংবাদ

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার হয় চুরি হওয়া ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য

ক.বি.ডেস্ক: কাভার্ডভ্যান বোঝাই করে রপ্তানির জন্য গার্মেন্টস পণ্য যাচ্ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দরে। পথে সীতাকুণ্ডে কয়েকজন যুবক পণ্যসহ কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যায়। তবে কাভার্ডভ্যানে কারকোপোলো জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়ার ভ্যানসহ ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করতে সক্ষম হয় সীতাকুণ্ড থানা পুলিশ। গত ১২ এপ্রিল (শনিবার) চুরির এসব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল (শুক্রবার) গাজীপুরের দ্বীপ নিটওয়ার গার্মেন্টস থেকে ১ হাজার ৫৬৪টি কার্টনে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টসপণ্য নেদারল্যান্ডসে রপ্তানির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমকালে সীতাকুণ্ড থানা এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক মালামালসহ কাভার্ডভ্যানটি চুরি করে অন্যত্র নিয়ে যায়।

পরদিন শনিবার (১২ এপ্রিল) এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ কারকোপোলোর জিপিএস ট্র্যাকিংয়ের সাহায্যে অভিযান পরিচালনা করে ফেনী থেকে চোরাই কাভার্ডভ্যানটিতে বহন করা গার্মেন্টস পণ্য উদ্ধার করেন। কিন্তু ভ্যানটি সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে কারকোপোলোর সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোলাবাড়িয়া ট্রাঙ্ক রোড থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

কারকোপোলো প্রতিনিধি জানান, চুরি হওয়া কাভার্ডভ্যানটি ফেনীতে ১ ঘণ্টা ৬ মিনিট স্থির অবস্থায় ছিল। সেই সময় চুরি হওয়া পণ্যসমূহ ভ্যান থেকে সরিয়ে নেয় দুস্কৃতিকারীরা। এরপর তারা ভ্যানটি নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। কাভার্ডভ্যানটির মালিক বাংলাদেশ লজিস্টিক্স নামক একটি প্রতিষ্ঠান।

কারকোপোলো হলো থানে সিস্টেমস এর একটি স্মার্ট জিপিএস যানবাহন ট্র্যাকিং সিস্টেম, যা মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে গাড়ির অবস্থান পর্যবেক্ষণের সুবিধা দেয়। ২০১০ সালে প্রতিষ্ঠিত থানে সিস্টেমস বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিপিও ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা দেশ ও বিদেশে সেবা প্রদান করে আসছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *