উদ্যোগ

ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইটে অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শন

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তি খাতের বিজনেস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ওয়ালটন-ইন্টেল টেক গালা নাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন কমপিউটার যৌথভাবে বিজনেস পার্টনারদের নিয়ে এই বর্ণাঢ্য টেক গালা নাইটের আয়োজন করে।

টেক গালা নাইটে ওয়ালটন ও ইন্টেল তাদের বর্তমানে বাজারে থাকা অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিভিন্ন আপকামিং প্রযুক্তি সমাধান বিজনেস পার্টনারদের সামনে উপস্থাপন করে। এ সময় পারফরম্যান্স, এন্টারপ্রাইজ ইউজ, স্মার্ট সলিউশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি ইন্টেলের আপকামিং প্রযুক্তি, প্রসেসর ইনোভেশন ও এন্টারপ্রাইজ এবং গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা তুলে ধরা হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই টেক গালা নাইট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্টেলের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর এবং ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার বুন হাউ পোহ, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিবি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতে ওয়ালটনের ক্রমবর্ধমান সক্ষমতা, নিজস্ব উৎপাদনভিত্তিক উদ্ভাবন এবং বাজারের চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তিপণ্য নিয়ে একটি প্রাণবন্ত ও তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন এবং ২০২৬ সালে ওয়ালটন কমপিউটার পণ্যের রোডম্যাপ তুলে ধরা হয়। টেক গালা নাইটে মূল আকর্ষন ছিলো ওয়ালটন কমপিউটার উৎপাদিত বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে সাজানো ডিসপ্লে সেন্টার ও এক্সপেরিয়েন্স জোন। সেখানে অংশগ্রহণকারীরা ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের সরাসরি ব্যবহারিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

ডিসপ্লেতে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল সর্বাধুনিক কনফিগারেশনের ডেস্কটপ ও ল্যাপটপ, যার মধ্যে ইন্টেলের ১৪তম প্রজন্মের হাই-পারফরম্যান্স ডেস্কটপ ও ল্যাপটপ। পাশাপাশি উন্নত ফিচারসমৃদ্ধ অল-ইন-ওয়ান পিসি, ওয়ালটনের ট্যাবলেট ও মনিটর, মাউস ও কিবোর্ড, সিসি ক্যামেরা ও এক্সভিআর সলিউশন, ই-বাইকসহ বিভিন্ন স্মার্ট ডিভাইস প্রদর্শন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *