উদ্যোগ

ওয়ার্ডপ্রেস ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের অগ্রযাত্রায় ‘রক্সনর’

ক.বি.ডেস্ক: প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘রক্সনর’- ইলিমেন্টসকীট, মেটফর্ম, শপইঞ্জিন, গেইটজিনি-এর মতো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য নিয়ে কাজ করছে। সাবেক সুপরিচিত সফটওয়্যার প্রতিষ্ঠান এক্সপিডস্টুডিও’কে এখন নতুন ব্র্যান্ড www.roxnor.com হিসেবে রি-ব্র্যান্ড করা হয়েছে। নতুন এই পরিচয়ের অধীনে এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট এবং গেইটজিনি এই তিনটি সফটওয়্যার ব্র্যান্ড কাজ করবে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান নিয়ে।

সম্প্রতি ঢাকার বেগম রোকেয়া সরনীতে অবস্থিত শেওড়াপাড়ায় উদ্বোধন করা হয় দৃষ্টিনন্দন ও সুসজ্জিত সাত হাজার বর্গফুটে ‘রক্সনর’ এর নতুন সদর দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্সনর- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, ওলিও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ এবং স্টারটাইজ-এর চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান।

এ ছাড়াও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপোনেন্ট, কোডরেক্স, রেডিয়াস থীম, জায়ান্ট মার্কেটার্স-এর মতো স্বনামধন্য সফটওয়্যার প্রতিণ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রতিষ্ঠাতাবৃন্দ এবং রক্সনর- এর কর্মকর্তা ।

ঢাকার বেগম রোকেয়া সরনীতে অবস্থিত শেওড়াপাড়ায় উদ্বোধন করা হয় দৃষ্টিনন্দন ও সুসজ্জিত সাত হাজার বর্গফুটে ‘রক্সনর’ এর নতুন সদর দপ্তর

রক্সনর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, “এই অফিস শুধু কাজের জায়গা নয়, এটি আমাদের ভবিষ্যতের পরিকল্পনার শুরু। এই নতুন অফিস দিয়ে আমরা আরও বড় পরিসরে কাজ শুরু করলাম। এখানে থেকে আমরা নতুন কর্মসংস্থান তৈরি করব, আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি করব আর বাংলাদেশকে ডিজিটাল দুনিয়ায় এগিয়ে নেব।”

স্টারটাইজ-এর চেয়ারম্যান এম আসিফ রহমান বলেন, “এই রি-ব্র্যান্ড দেখে দারুণ ভালো লাগছে, কেননা এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং একটি টিমের নতুন ভিশন, শক্তি ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ। আমি দীর্ঘদিন ধরে তাদের কাজ ফলো করছি”।

ওলিও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, “অনেকদিন পর এতগুলো পরিচিত মুখের সঙ্গে দেখা হলো। অনেক উপভোগ্য ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সত্যিই এটি দারুণ একটি আয়োজন ছিলো”।

উদ্ভাবন, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, কর্মসংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে মাথায় রেখে সাত হাজার বর্গফুটের নতুন এই সদর দপ্তর সফটওয়্যার উন্নয়ন ও বৈশ্বিক টেক সার্ভিস প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে ‘রক্সনর’। প্রতিষ্ঠানটির পণ্য বর্তমানে ৩০ লাখেরও বেশি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। এই পদক্ষেপ রক্সনরের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যেখানে বাংলাদেশের প্রতিভাকে কাজে লাগিয়ে বৈশ্বিক মানের স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক টুল ডেলিভারির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

নতুন এই সদর দপ্তর স্থাপনের মাধ্যমে রক্সনর শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বাংলাদেশের প্রযুক্তি খাতেও একটি শক্ত অবস্থান গড়ে তুলতে চায়। দক্ষ তরুণদের নিয়ে বিশ্বমানের স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) এবং এআই টুল তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য বলে জানানো হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *