এসডি৬৮৫ প্রসেসর ও ৬৫০০এমএএইচ, অপো এ৬এক্স এলো ঝড় তুলতে
ক.বি.ডেস্ক: স্মার্টফোন বাজারে ঝড় তুলতে অপো নিয়ে এলো এ৬এক্স। যারা সারাদিন ফোনে পাওয়ার চান এবং বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে চান তাদের জন্য এই ফোনটি নিয়ে আসা হয়েছে। স্ট্রেন্থ, স্মুথনেস ও সারাদিনের নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয় এই ডিভাইসটি। ভোরবেলার অ্যালার্ম থেকে শুরু করে গভীর রাতের বিনোদন পর্যন্ত, এ৬এক্স-এর প্রতিটি অংশই যেন বাস্তব জীবনের প্রয়োজনকে ঘিরে তৈরি করা হয়েছে।
অপো এ৬এক্স
নতুন এই ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং; সবই করা যায় তাৎক্ষণিক ও সাবলীলভাবে। ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যস্ততম দিনের পরেও ফোনটিকে সচল রাখতে সক্ষম। জরুরি মুহূর্তে অন্য ডিভাইসে চার্জ দেয়ার জন্য এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার।
এতে যুক্ত হয়েছে ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। এটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর দীর্ঘমেয়াদী স্মুথনেস। দীর্ঘ সময় ফোনটিকে নতুনের মতো রাখতে এসেছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে চার বছর পরেও ডিভাইসটি প্রথম দিনের মতোই স্মুথ থাকবে। কনটেন্ট তৈরি, ট্রেন্ড ফলো করা বা কাজের ব্যস্ততার মাঝেও ব্যবহারকারীরা ডিভাইসটিকে বছরের পর বছর স্থিতিশীল অবস্থায় পাবেন।
আইস ব্লু ও প্লাম পার্পল দুইটি রঙে পাওয়া যাচ্ছে। অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১৩,৯৯০ টাকায়।





