সাম্প্রতিক সংবাদ

এমসিএস ইসি নির্বাচন: সভাপতি দিদার ও সাধারণ সম্পাদক দেলোয়ার

ক.বি.ডেস্ক: স্বতঃস্ফূর্ত আনন্দঘন পরিবেশে এবং বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো মতিঝিল কমপিউটার সোসাইটি (এমসিএস)- এর ২০২৫-২৬ মেয়াদের নতুন নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন। এমসিএস’র সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনে ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সারাদিনই ছিলো উতসবমুখর এবং প্রাণবন্ত আড্ডা।

গতকাল শনিবার গাউছেপাক বিপনী বিতানের তৃতীয় তলায় এমসিএস’র ইসি নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ৪৩৮ জন ভোটারের মধ্যে ৪০৫ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়। এবারের নির্বাচনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করা হয়। যার ফলে অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষনা করা হয়।

নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মো. মাহফুজুর রহমান ও মোহাম্মদ হাসান এবং অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান মো. মামুনুর রহমান খান; সদস্যদ্বয় এস এম জাহিদুল হাসান সোহেল ও মো. জাবেদ আহমেদ।

এমসিএস’র নবনির্বাচিত ইসি
এমসিএস এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে (ইসি)-এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন ইন্টিগ্রেট সিস্টেম অ্যান্ড সলিউশন্সের মশিউর রহমান খান (দিদার)। সহসভাপতি হলেন এসএইচ কমপিউটারের মো. সোহেল হাসান ভূঁইয়া। সাধারণ সম্পাদক হলেন মেসার্স নাবিল বিজনেস পয়েন্টের দেলোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এসআর ট্রেড ইন্টারন্যাশনালের মো. গোলাম সারোয়ার আবির। সাংগঠনিক সম্পাদক হলেন আরই ট্রেড ইন্টারন্যাশনালের মো. সাজ্জাদ হোসেইন (রুবেল)। কোষাধ্যক্ষ হলেন বিএইচ কমপিউটার অ্যাক্সেসরিজের মো. আব্দুল হালিম। পরিচালক হলেন জেএম কমপিউটার অ্যাক্সেসরিজের মো. মিজানুর রহমান।

নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুল ইসলাম রিপন

এমসিএস’র ইসি নির্বাচনে ৭টি পরিচালক পদে ১৪ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৩০৮ ভোট পেয়েছেন মেসার্স নাবিল বিজনেস পয়েন্টের দেলোয়ার হোসেন। ২৯৬ ভোট পেয়েছেন ইন্টিগ্রেট সিস্টেম অ্যান্ড সলিউশন্সের মশিউর রহমান খান (দিদার)। ২৮৩ ভোট পেয়েছেন এসএইচ কমপিউটারের মো. সোহেল হাসান ভূঁইয়া। ২৭৩ ভোট পেয়েছেন আরই ট্রেড ইন্টারন্যাশনালের মো. সাজ্জাদ হোসেইন (রুবেল)। ২৫৭ ভোট পেয়েছেন জেএম কমপিউটার অ্যাক্সেসরিজের মো. মিজানুর রহমান। ২৪৪ ভোট পেয়েছেন বিএইচ কমপিউটার অ্যাক্সেসরিজের মো. আব্দুল হালিম। ২৩১ ভোট পেয়েছেন এসআর ট্রেড ইন্টারন্যাশনালের মো. গোলাম সারোয়ার আবির।

২১৫ ভোট পেয়েছেন মেসার্স থ্রি স্টার কমপিউটারের মো. কামরুল হোসেইন। ১৬১ ভোট পেয়েছেন টিমওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশনের মো. তারেক রহমান। ১৩১ ভোট পেয়েছেন বাইনারি কমপিউটারের খন্দকার আমিনুল হক (লোটন)। ১৩১ ভোট পেয়েছেন ইয়াসিন কমপিউটার অ্যান্ড প্রিন্টারের মো. মোদাসসের রহমান (হাবিব)। ৯৪ ভোট পেয়েছেন রাজিয়া কমপিউটারের মো. কাজল। ৮৪ ভোট পেয়েছেন এআর স্মার্ট টেক বিডির আব্দুর রহিম চৌধুরি। ৭৮ ভোট পেয়েছেন স্নেহা করপোরেশনের মো. মাইনুল হোসেইন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *