এফোরটেক নিয়ে এলো নতুন ২টি ওয়্যারলেস কীবোর্ড
ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন ২টি মডেলের কীবোর্ড নিয়ে এলো এফোরটেক। এফবিকে২৭সি এএস ও এফবিকে৩৬সি এএস মডেলের কীবোর্ডগুলো ব্লুটুথ এবং ২.৪জি ওয়্যারলেস কানেকশন সমর্থন করে। প্রযুক্তি পণ্যের বাজারে এফোরটেক এর নতুন ২টি ওয়্যারলেস কীবোর্ড বাজারজাত করছে গ্লোবাল ব্রান্ড পিএলসি।
এফোরটেক ওয়্যারলেস কীবোর্ড
ডুয়াল কানেক্টিভিটি সমর্থন করে যার ফলে ব্লুটুথ এবং ২.৪জি ওয়ারেন্টি কানেকশন একসঙ্গে ব্যবহার করা যায়। বিশেষ কিছু ফিচারস এতে রয়েছে- অপারেটিং সিস্টেম সোয়াপ এটি দিয়ে এক ক্লিকেই মোবাইল থেকে ল্যাপটপ স্ক্রীনে যাওয়া যায়, ১২টি মাল্টিমিডিয়া কী ফাংশন এবং অ্যান্টি স্লিপ মুড যা আপনি ডিভাইস রেখে ওঠে গেলে আপনার ডিভাই কে অটোমেটিক স্লিপ মুডে যাওয়া থেকে বিরত রাখবে।
ন্যানো রিসিভারের সঙ্গে আছে উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, হারমনি ওএস কম্পাবিলিটি সুবিধা। রয়েছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। এফোরটেক এর কীবোর্ড ২টি গ্লোবাল ব্রান্ডের সকল শাখায় এবং তাদের অনুমোদিত ডিলার হাউসে পাওয়া যাচ্ছে।