এনডিএফ বিডি’র আজীবন সম্মননা পেলেন ড. মো. সবুর খান
ক.বি.ডেস্ক: এনডিএফ বিডি আজীবন সম্মননা ২০২৪ প্রদান করা হয় দেশের প্রখ্যাত শিক্ষা ও আইসিটি ব্যক্তিত্ব, ডেফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানকে। দেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষাখাতে অসামান্য অবদান এবং উদ্যোক্তা উন্নযনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এনডিএফ বিডি’র ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত এনডিএফ বিডি’র ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪ এ ড. মো, সবুর খানের হাতে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারল মো. রেজাউল ইসলাম এবং এটিএন বাংলার বার্তা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েব। আরও উপস্থিত ছিলেন এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ, কার্নিভ্যালের আহবায়ক তাহসিন রিয়াজ।