উদ্যোগ

এডুটেক এশিয়া’র সম্মেলনে ড. মো. সবুর খান

ক.বি.ডেস্ক: ‘এডুটেক এশিয়া ২০২৪’- এর আন্তর্জাতিক সম্মেলনে আলোচক হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলের দুটি সেশনে অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটিজ অব দ্যা এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক (এইউপিএফ)-এর প্রেসিডেন্ট ড. মো. সবুর খান। এই সেশনগুলোতে তিনি উপস্থিত শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়ন ও ব্যবহারের বিভিন্ন দিক নির্দেশনাও উপস্থাপন করেন।

সিঙ্গাপুরের স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপি (৫-৭ নভেম্বর) এই সম্মেলনে শিক্ষা খাতে প্রযুক্তিগত ও বাস্তবিক পরিবর্তন আনার লক্ষ্যে প্রায় ৮ হাজারের বেশি শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে। ৬ ও ৭ নভেম্বর দুইটি সেশনে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের অন্যতম একজন বিশেষজ্ঞ হিসেবে ড. মো. সবুর খান অংশগ্রহণ করে।

‘এআই-এর যুগে শিক্ষা মাধ্যম’ শীর্ষক সেশনে আলোচক ছিলেন ড. মো. সবুর খান, এআই সিঙ্গাপুর প্রতিষ্ঠানের হেড অব এআইএএপি কেভিন চং, লোনোভো’র গ্লোবাল হেড অব এডুকেশন সিস্টেমস অ্যান্ড সলিউশনসের জেনারেল ম্যানেজার স্টুয়ার্ট কিং, মাইক্রোসফটের (এশিয়া) ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক সেক্টরের ডিরেক্টর এডুকেশন ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার রব স্মিথ এবং মালয়শিয়ার মিনিস্ট্রি অব হাইয়ার এডুকেশনের ডিভিশন অব একাডেমিক এক্সিলেন্সের ডিরেক্টর সহযোগী অধ্যাপক ড. আজিদাহ আবু জিদেন। থাইল্যান্ডের সিয়ামিও স্টেম-এড- এর ডিরেক্টর ড. ক্রিটসাচাই সোমসামান এই সেশনটি পরিচালনা করেন।

ড. মো. সবুর খান বলেন, “আমি সবসময়ই বলে আসছি- আমাদের শিক্ষার্থীরাই সমাজ ও শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনকারী। তারা তাদের প্রয়োজনে শিক্ষার পরিবেশ ও মাধ্যম প্রযুক্তির ব্যবহার পরিবর্তন করে নেয়ার সক্ষমতা রাখে। তাই এখন শিক্ষকদেরকেও নিজেদের প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষকরা কিংবা নীতি নির্ধারকরা এ ক্ষেত্রে ব্যর্থ হলে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অদূর ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। এআই) এখন অনেক বেশি কার্যকরী। তাই শিক্ষক এবং নীতি নির্ধারকদের এর সঙ্গে মানিয়ে নিয়ে শিক্ষার্থীবান্ধব ক্লাসরুম বা শিক্ষার পরিবেশ নিশ্চিতের কোনো বিকল্প নাই।”

এডুটেক এশিয়া শুধুমাত্র বক্তব্য ও উপস্থাপনায় সীমাবদ্ধ নয়, বরং এটি সংলাপ ও সহযোগিতার একটি প্লাটফর্ম। বর্তমান এই প্রযুক্তির যুগে শিক্ষা খাতের আমূল পরিবর্তনে বিভিন্ন শিক্ষক- শিক্ষার্থী, নীতি নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে সম্পর্ক এবং অংশদারিত্ব গড়ে তোলার জন্য এই প্লাটফর্মটি কাজ করে যাচ্ছে।

প্রযুক্তিগত উন্নয়ন দিন দিন আমাদের শিক্ষা খাতকে ক্রমশ আধুনিক ও পরিবর্তনশীল করে তুলছে। তাই শিক্ষা মাধ্যম ও প্রযুক্তির মধ্যে সমন্বয় ঘটাতে এশিয়ার সর্ববৃহৎ শিক্ষা সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করে এডুটেক এশিয়া। এ বছরের সম্মেলনেও বিশেষজ্ঞ বক্তাদের মাধ্যমে বর্তমান যুগের সঙ্গে পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থার তুলনা এবং এর সঙ্গে মানিয়ে নিতে যে সব দক্ষতা অর্জন প্রয়োজন তার নির্দেশনা পাওয়া যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *