এখন আরও সাশ্রয়ী মূল্যে মিলছে অপো এ৫
ক.বি.ডেস্ক: অপো’র ডিউরেবিলিটি পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) এখন দুই হাজার টাকা ছাড়ে সাশ্রয়ী মূল্যে ১৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। সুরক্ষিত রাখতে রয়েছে ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স এবং সচল রাখার মতো সুরক্ষা নিশ্চিতে রয়েছে এসজিএস গোল্ড সার্টিফিকেশন।
ডিভাইসটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এটি পাওয়ার ডিগ্রেডেশন ছাড়া টানা ৫ বছর পর্যন্ত কার্যক্ষমতা ধরে রাখতে সক্ষম। এর ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ চার্জ ও ৩৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ করতে পারবেন। এর ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি নিশ্চিত করে। এর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর পোর্ট্রেইটের ক্ষেত্রে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার মুহূর্তেই তৈরি করে। ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা প্রতিটি সেলফিকে আরও ব্যালেন্সড ও শার্প করে তোলে। ফোনটিতে ফটো এডিটিংয়ের জন্য রয়েছে এআই ইরেজার ২.০।
মিলিটারি-গ্রেড প্রতিরোধ সক্ষমতা থাকার পরেও অপো এ৫ এর স্লিক ও এলিগ্যান্ট লুক ধরে রেখেছে। এর আলট্রা-ব্রাইট ১,০০০-নিট ডিসপ্লে যেকোনও পরিবেশে দারুণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে; মিস্ট হোয়াইট ও অরোরা গ্রীন দুইটি রঙে পাওয়া যাচ্ছে অপো এ৫। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। শক্তি, সক্ষমতা ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয় এই ফোনটি এখন দেশজুড়ে সকল অথোরাইজড অপো স্টোরে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: https://www.oppo.com/bd/smartphones/series-a/a5/





