মোবাইল স্মার্টফোন

এই বৈশাখে অপো নিয়ে এলো ‘এ৫ প্রো’ এর নতুন চমক

ক.বি.ডেস্ক: অপো বাংলা নববর্ষ ১৪৩২- এ টেকসই স্মার্টফোন অপো এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। ফটোগ্রাফিতে একেবারে নতুন মাত্রা যোগ করেছে নতুন এই স্মার্টফোনটি। যার সঙ্গে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড একটি ব্যতিক্রমী ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পানির নিচে অনায়াসে চমৎকার সব ছবি তুলতে পারবেন। এই নতুন সংস্করণে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৯৯০ টাকায়।

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ সার্টিফিকেশনপ্রাপ্ত অপো এ৫ প্রো নতুনভাবে ‘টেকসই স্মার্টফোনকে’ সংজ্ঞায়িত করেছে। ডিভাইসটি পানি, ধুলাবালি ও আঘাতের বিরুদ্ধে অতুলনীয় সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। এই স্মার্টফোনটিতে রয়েছে এআই-চালিত ফিচার, যা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়।

এআই ইরেজার ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারেন, আর এআই রিফ্লেকশন রিমুভার গ্লেয়ার বা প্রতিফলন দূর করে আরও পরিষ্কার ও প্রফেশনাল লুকিং ছবি দেয়। এআই আনব্লার ফিচার ঝাপসা বা ফোকাস হারানো ছবিকে আবার স্পষ্ট করে তোলে, ফলে প্রতিটি মুহূর্ত ধরা পড়ে নিখুঁতভাবে। এআই ক্লিয়ারিটি এনহান্সার ছবির প্রতিটি খুঁটিনাটি নিখুঁতভাবে এডিট করে উপহার দেয় ঝকঝকে, হাই-ডেফিনিশন ইমেজ।

অপো এ৫ প্রো-এ ব্যবহার করা হয়েছে স্মার্ট কালারওস ১৫ লাইট, যা চালিত হচ্ছে শক্তিশালী ট্রিনিটি ইঞ্জিনের মাধ্যমে। এটি নিশ্চিত করে স্মুথ, স্থিতিশীল ও দক্ষ পারফরম্যান্স- হোক সেটি মাল্টিটাস্কিং, ভিডিও দেখা বা যেকোনো অ্যাপ ব্যবহার। অপো দিচ্ছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। বিস্তারিত: www.oppo.com/bd/.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *