এআই জিনি ফিচারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে নিয়ে আসছে আইকনিক ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজ। রিয়েলমি ১৫ সিরিজে এবারের মূল আকর্ষণ হচ্ছে প্রো ভার্সন। নতুন এই ফোনে থাকছে এআই পাওয়ার্ড ফিচার, অসাধারন ক্যামেরা এবং দুর্দান্ত পারফরম্যান্সের ক্ষমতা। থাকছে ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান ‘এআই জিনি’। ফ্ল্যাগশিপ নাম্বারের সিরিজটিতে থাকছে এআই স্মার্ট রিমোভার ২.০।
‘এআই জিনি’ এর সাহায্যে ব্যবহারকারীরা ফটোগ্রাফি থেকে শুরু করে প্রতিদিনের কাজগুলো করতে পারবেন অধিকতর দ্রুত ও স্মার্ট উপায়ে। এআই স্মার্ট রিমোভার ২.০, যা ব্যবহারকারীদের সিংগেল ট্যাপে ডিস্ট্রাকশন দূর করতে সাহায্য করবে। কম আলোর ফটোতে ব্রাইটনেস ও শার্পনেস বাড়াতে থাকছে এআই নাইটস্কেপ এবং এআই পার্টি মোড কালার ফিচার।
অ্যামোলেড ডিসপ্লে ও এআই ড্রাইভেন ফিচারের এই সিরিজ স্মার্টফোনপ্রেমীদের জন্য তৈরি করতে যাচ্ছে এক নতুন স্ট্যান্ডার্ড। অ্যাডভান্স ক্যামেরা, এআই ক্রিয়েটিভিটি টুলস আর আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে আসছে এই সিরিজ। বিস্তারিত: www.realme.com/bd