এআই ক্যাপাবিলিটি, ভিআরটি+ ফিচারে এলো স্যামসাং ওয়াশিং মেশিন
ক.বি.ডেস্ক: কাপড় ধোয়ার অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো দু’টি নতুন ওয়াশিং মেশিন। দু’টি মেশিনেই রয়েছে অ্যাডভান্সড এআই ক্যাপাবিলিটি, ভাইব্রেশন রেজিস্ট্যান্স টেকনোলজি (ভিআরটি+), ওয়াশ সাইকেল নিয়ন্ত্রণ সুবিধা, কুইক ড্রাইভটিএম সহ আরও অনেক ফিচার। রয়েছে অত্যাধুনিক সব বৈশিষ্ট্য, পাশাপাশি দু’টি মডেলের ডিজিটাল ইনভার্টার মোটরে থাকছে ২০ বছরের ওয়ারেন্টি।
বাজারে আসা স্যামসাংয়ের নতুন ওয়াশিং হলো ডব্লিউডব্লিউ৯০০০বি সিরিজের ১৩ কেজি বিসপোক মডেল ও ডব্লিউডি৭০০০টি সিরিজের ১১+৭ কেজি এআই কম্বো। আপনার ঘরের এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠার সব গুণই আছে স্যামসাংয়ের এই ওয়াশিং মেশিনগুলোতে। ১৩ কেজি ও ১১ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ফ্রন্ট লোড মডেলের ওয়াশিং মেশিনগুলোর সাহায্যে একসঙ্গে অনেক কাপড়ও ধোয়া যাবে নিমিষেই।
ডব্লিউডব্লিউ৯০০০বি মডেলটি এআই এনার্জি মোড ব্যবহারের সময় হিটিং এনার্জি কমিয়ে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। উন্নত ফ্যাব্রিক সেন্সিংয়ের মাধ্যমে ময়লা দূর করে সাধারণের তুলনায় কাপড়কে আরও ২০ শতাংশ বেশি সুরক্ষিত রাখতে এতে রয়েছে স্যামসাংয়ের এক্সক্লুসিভ ইকোবাবলটিএম টেকনোলজি। অ্যাডভান্সড সেন্সিংয়ের মাধ্যমে সঠিকভাবে কাপড় ধোয়া নিশ্চিত করে এর এআই ওয়াশ ফ্যাসিলিটি। এতে আরও রয়েছে ভিন্ন ভিন্ন ২৪ ধরণের ওয়াশ সাইকেল।
ডব্লিউডি৭০০০টি মডেলটি রীতিমতো কম্বো মেশিনের মতই ওয়াশার ও স্ট্যান্ড-এলোন ড্রায়ারের সব সুবিধা দেয়। এতে আরও রয়েছে অ্যাডওয়াশটিএম, সুপার স্পিড সাইকেল সহ নানা আকর্ষণীয় ফিচার। এতে অ্যাডওয়াশ সুবিধা, স্পিড ওয়াশ ও সুপার স্পিড সাইকেল ফিচার রয়েছে।
১৩ কেজি বিসপোক মডেলের ওয়াশিং মেশিন ডব্লিউডব্লিউ৯০০০বি এর মূল্য ১,১৯,৯০০ টাকা এবং ডব্লিউডি৭০০০টি এর মূল্য ১,০৯,৯০০ টাকা। বিস্তারিত: samsung.com/bd।