উদ্যোগ

উদ্ভাবন ও গবেষণায় দক্ষতা বাড়াতে সিটিও ফোরাম ও এফবিসিসিআই ইনোভেশন চুক্তি

ক.বি.ডেস্ক: উদ্ভাবন ও গবেষণায় দক্ষতা বাড়াতে সিটিও ফোরাম বাংলাদেশ এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। এর ফলে সিটিও ফোরাম তার সদস্যদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। এরই অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত সমোঝতা চুক্তিতে স্বাক্ষর করেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে চেয়ারম্যান জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরি বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা বির্কণ কুমার ঘোষ, সিটিও ফোরামের পরিচালকবৃন্দ।

তপন কান্তি সরকার বলেন, ‘‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রয়োজনীয় জাতীয় জ্ঞানার্জন, দক্ষতা বৃদ্ধি, রি-স্কিলিং ও আপ-স্কিলিংয়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। সিটিও ফোরামের সদস্যের মধ্যে অনেক অভিজ্ঞ পেশাদার আইসিটি নেতা রয়েছেন, যাঁরা দেশকে এগিয়ে নিতে সাহায্য করতে পারবেন।’’

জসীম উদ্দিন বলেন, ‘‘উদ্ভাবন ও গবেষণায় আমার কাজ করছি। আজ আমরা সিটিও ফোরামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি এর মাধ্যমে আমরা সকলে উপকৃত হব।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *