উই সামিট ২০২১
ক.বি.ডেস্ক: দেশের নারী উদ্যোক্তাদের একমাত্র জনপ্রিয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে ‘‘উই সামিট ২০২১’’ অনুষ্ঠিত হয়। উই সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ড দেয়া হয়। গতকাল শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠিত আয়োজনে উই’র হাজারের অধিক উদ্যোক্তার অংশগ্রহণে সামিটের বিভিন্ন সেশনে অতিথিরা নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকে স্বাবলম্বী করে তুলতে আরও বেশী প্রান্তিক পর্যায়ে কাজের আশাবাদ ব্যক্ত করেন।
উই সামিট ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উই’র সভাপতি নাসিমা আক্তার নিশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, লংকাবাংলা ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, সিল্কক গ্লোবালের প্রেসিডেন্ট সৌম্য বসু, ইসলামী ব্যাংক বাংলাদেশর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম এবং আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর প্রমুখ।
উই সামিট ২০২১ এ ‘ব্যবসায়ে পরিকল্পনা কেন অনেক গুরুত্বপূর্ন’ শীর্ষক কর্মশালায় উই’র উপদেষ্টা কবির সাকিবের উপস্থাপনায় অতিথি ছিলেন হুর নুসরাতর প্রতিষ্ঠাতা নুসরাত লোপা, বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনির, লংকাবাংলা ফাইনান্সের সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম।
এ ছাড়াও বিভিন্ন কর্মশালায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, লিজান গ্রুপের এমডি নাজমুল হক, প্রথম আলোর যুব পোগ্রাম কর্মসূচীর প্রধান মুনির হাসান, আস্থা আইটির পরিচালক তাসনুভা আহমেদ, সূর্যমুখী লিমিটেডের এমডি ফিদা হক, লংকাবাংলা ফাইনান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.কামরুজ্জামান খান, এটুআইর হেড অফ ই-কমার্স রেজওয়ানুল হক জামি, বিসিসির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আব্দুল মান্নান, লংকাবাংলা ফাইনান্সের ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হানিউম মারিয়া চৌধুরী, বিআইপিএফর প্রতিষ্ঠাতা এবিএম হামিদুল মিসবাহ, স্টার্টাপ বাংলাদেশের ফিন্যান্স কন্ট্রোলার মোহসেনা খানম উপস্থিত ছিলেন।
উই সামিট ২০২১ এ মূল পার্টনার লংকাবাংলা ফাইনান্স এবং শিখা। গোল্ড পার্টনার পেপারফ্লাই। সিলভার পার্টনার ইসলামী ব্যাংক বাংলাদেশ, এইচ২ও বিউটি এবং ফিটনেস স্টুডিও। গ্লোবাল পার্টনার সিল্কক গ্লোবাল। সিকিউরিটি পার্টনার এলিট ফোর্স। সার্বিক সহযোগীতায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম। ক্রিয়েটিভ পার্টনার ফিফোটেক। স্ট্রাটেজীক পার্টনার আইসিটি ডিভিশন এবং আইডিয়া প্রকল্প।