সাম্প্রতিক সংবাদ

ইজেনারেশন’র চেয়ারম্যান হলেন মোহাম্মাদ শাহজালাল

ক.বি.ডেস্ক: সম্প্রতি ইজেনারেশন পিএলসি’র অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ইজেনারেশন’র চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজালাল। কাট্রি ব্রান্ডিং স্পেশালিষ্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজিষ্ট হিসেবে পরিচিত মোহাম্মদ শাহজালাল। তিনি প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে ২৫ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন।

এ প্রসঙ্গে মোহাম্মদ শাহজালাল বলেন, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহার করে ইজেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। এর মাধ্যমে শুধু কোম্পানির অগ্রগতিই হবে না বরং বাংলাদেশও প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

ইজেনারেশনের নেতৃত্বের পাশাপাশি মোহাম্মদ শাহজালাল জিজিবি, এম/এস জয়নাল আবেদিন এবং এন এম এয়ার ইন্টারন্যাশনালের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। যার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও সরকারি খাতের কার্যক্রমকে ডিজিটাল সলিউশনের মাধ্যমে সহজতর করেছেন।

তিনি আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের সঙ্গে সক্রিয় ছিলেন। ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সিএইচওজিএম-এর সময় বাংলাদেশ ট্রেড সেন্টার গঠন ও উদ্বোধনের আয়োজন করেন। সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজন করেন এবং পরবর্তীতে কিরগিজস্তানে ট্রেড সেন্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত ডালাডা আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে “বাংলাদেশ গ্যালারি” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *