সাম্প্রতিক সংবাদ

ই-কমার্সে নারীদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা দূর করতে গোলটেবিল বৈঠক

ক.বি.ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলানয়তনে আজ অনুষ্ঠিত হয় ‘SheMeansDigital- ব্রেকিং ব্যারিয়ার্স: হোয়াটস হোল্ডিং উইমেন ব্যাক ইন ই-কমার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে ওঠে আসে অর্থায়নের প্রবেশগম্যতা, ডিজিটাল শিক্ষা, নীতিগত সংস্কার, আইনি সহায়তা, পরামর্শদাতা ব্যবস্থা ও সহায়ক পরিবেশ তৈরির বিষয়গুলো। একইসঙ্গে গুরুত্ব পেয়েছে ই-কমার্সে নারীদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা দূর করার নানা প্রস্তাবানা।

নারী উদ্যোক্তা, নীতি নির্ধারক, ই-কমার্স বিশেষজ্ঞ এবং স্টার্টআপ ইকোসিস্টেমে সক্রিয় অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে নারীদের জন্য ডিজিটাল ব্যবসা ও ই-কমার্সে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল ইকোসিস্টেমে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নারীবান্ধব অর্থনৈতিক নীতিমালা এবং এসএমই খাতে নারীদের প্রবেশ সহজ করতে বিশেষ আর্থিক পণ্যের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা মনে করেন।

আজ শনিবার (১০ মে) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ইনোভেশন ও উদ্যোক্তাবৃত্তি বিভাগ এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ এর যৌথভাবে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন জিইএন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রিনিউয়ার্সের সভাপতি ডা. রুবিনা হোসেইন, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আতিক, ডিআইইউ’র ইনোভেশন অ্যান্ড উদ্যোক্তাবৃত্তি বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং ড্যাফোডিল পরিবারের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের উপ-পরিচালক সামিহা খান। সঞ্চালনা করেন জিইএন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন।

এই গোলটেবিল বৈঠকের আয়োজনের উদ্দেশ্য ছিল সচেতনতা তৈরি, দক্ষতা বৃদ্ধি, অনুপ্রেরণা প্রদান এবং নারীদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা যা ই-কমার্স জগতে তাদের অংশগ্রহণকে আরও গতিশীল করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *