উদ্যোগ

আসন্ন ঈদে অপোর আকর্ষণীয় অফার, বাজারে মিলছে নতুন এ৫এক্স

ক.বি.ডেস্ক: অপো আসন্ন ঈদ-উল-আযহা’র আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য বিশেষ সব অফারের ঘোষণা দিয়েছে। অপো-ভক্তদের বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে- একটি ‘মেগা ঈদ লটারি’, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারেন পছন্দের গন্তব্যে স্বপ্নের ইন্টারন্যাশনাল ‘ড্রিম ট্রিপ’ অথবা অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গো’তে ১ মাসের ফ্রি সাবসক্রিপশন। এর পাশাপাশি ব্র্যান্ডটি নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) আকর্ষণীয় বাজার মূল্যে নিয়ে এসেছে।

এসব রোমাঞ্চকর থ্রিলিং রিওয়্যার্ডস ছাড়াও, কিছু নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার। অপো এ৫ প্রো ক্রয়ে পাওয়া যাবে ১টি প্রিমিয়াম আমব্রেলা, অপো রেনো১৩ এফ এর সঙ্গে স্টাইলিশ ট্রাভেল ব্যাগ এবং নতুন উন্মোচিত হওয়া অপো এ৫এক্স এর সঙ্গে বিশেষ অ্যাক্সেসরিজ গিফট বক্স।

অপো এ৫এক্স (৪জিবি+৬৪জিবি) সাশ্রয়ী মূল্যে মাত্র ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটিতে আছে আইপি৬৫-রেটেড পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা, মিলিটারি গ্রেডের ড্রপ প্রটেকশন, স্টাইলিশ-স্লিম ডিজাইন। ফ্ল্যাগশিপ-লেভেল কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতার এই মোবাইলে রয়েছে এআই ইরেজার ২.০, এআই আনব্লার, এআই স্টুডিও ২.০ এবং এআই ক্লিয়ারিটি এনহেন্সার। ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬.৬৭ ইঞ্চি ৯০ হার্টজ ডিসপ্লে। বিস্তারিত: www.oppo.com/bd।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *