মোবাইল স্মার্টফোন

আসছে ভিভোর নতুন ভি৬০: থাকছে টেলিফটো প্রযুক্তি

ক.বি.ডেস্ক: ভিভো ও জাইসের যৌথ উদ্ভাবন স্মার্টফোন পোট্রেইট ফটোগ্রাফির অভিজ্ঞতাকে দিয়েছে এক নতুন মাত্রা। তাই এবার ভি সিরিজে আসছে নতুন ফ্ল্যাগশিপ ভিভো ভি৬০ স্মার্টফোন। যা দূর থেকে ছবি তোলার এবং ওয়েডিং পোট্রেইট অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। প্রথমবারের মতো, ভিভো’র ভি সিরিজে যুক্ত হচ্ছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা।

যা দূর থেকেও ত্বকের স্বাভাবিক রঙ, সূক্ষ্ম ডিটেইল ও উজ্জ্বল প্রতিকৃতিকে ধারণ করতে সক্ষম। কনসার্ট, উৎসব কিংবা বড় জনসমাগমে দূর থেকেও স্পষ্ট অভিব্যক্তি তুলে ধরতে একেবারে পারফেক্ট। যেকোনো মুহূর্তকে প্রফেশনালভাবে ধরার ক্ষমতা এখন থাকবে পকেটে।

বিয়ের ব্যস্ত ভিড়ের মাঝেও বর-কনের স্পেশাল মুহূর্ত, আবেগঘন চোখের দৃষ্টি বা হাসি-কান্না সব সহজেই ধরে রাখা যাবে ভি৬০ দিয়ে। এর ওয়েডিং টেলিফটো পোট্রেইটে থাকবে ৮৫ মিমি এবং ১০০ মিমি ক্লোজ-আপ ফোকাল লেন্থ। আর ওয়েডিং পোট্রেইটগুলো হবে একদম মনের মতো। থাকবে ওয়েডিং মাইক্রো মুভি মোড, যা দিয়ে বানানো যাবে ছোট ছোট সিনেমাটিক ভিডিও।

অনুভূতিগুলোকে আরও স্পেশাল করার মত করেই ডিজাইন করা হয়েছে ভিভো ভি৬০। পাকা বেরির রঙ থেকে অনুপ্রাণিত বেরি পার্পল- যেখানে একদিকে ফুটে ওঠে তারুণ্যের উজ্জ্বলতা, অন্যদিকে আছে শান্ত আভিজাত্যের ছোঁয়া। এ ছাড়াও থাকছে মিস্ট গ্রে এবং ডেজার্ট গোল্ড রঙের দুটি ভিন্ন কালার অপশনে। মিনিমালিস্ট স্টার ট্রেইল ক্যামেরা ডিজাইন ফোনটিকে দিয়েছে একটি স্লিক লুক। আর ফ্ল্যাগশিপ কোয়াড কার্ভড স্ক্রিন থাকছে বলে গেমিং বা মাল্টিটাস্কিং এর সময় যেকোনো মিসটাচ প্রতিরোধ করা যাবে।

বিয়ে শুধুই একটি সাধারণ দিন নয়, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। তাই ভি৬০-এর সাথে ভিভো নিয়ে এসেছে “ভিভো দ্য মোমেন্ট” ক্যাম্পেইন- যেখানে ব্যবহারকারীরা তাদের স্পেশাল দিনের মুহূর্তগুলো শেয়ার করে জিতে নিতে পারবেন ভিভো ভি৬০ সহ দারুণ সব উপহার। এ ছাড়াও, সবচেয়ে চমকপ্রদ মুহূর্তগুলো পাবে ভিভো ফটোগ্রাফী ক্রনিকল ম্যাগাজিনে ফিচার হওয়ার সুযোগ, যা তৈরি করবে স্মৃতিমধুর একটি গল্প।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *