মোবাইল স্মার্টফোন

আসছে অনার’র ‘এক্স৯সি’ স্মার্টফোন

ক.বি.ডেস্ক: আগামী ১৮ মার্চ দেশের স্মার্টফোন বাজারে ‘অনার এক্স৯সি’ উন্মোচন করতে যাচ্ছে অনার বাংলাদেশ। এই স্মার্টফোনটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। বুকিং দিতে পারবেন https://smart-honor.com/ লিংকে গিয়ে। প্রি-বুকিংয়ে উপহার পাচ্ছেন এক্সক্লুসিভ অনার ব্যাকপ্যাক ও কাস্টোমাইজড ব্যাক কাভার এবং সঙ্গে দুই বছরের অফিশিয়াল ওয়্যারেন্টি। স্মার্টফোনটি ফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় তিনটি রঙে- টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম পার্পল ও জেইড সায়ান।

অনার এক্স৯সি’তে রয়েছে ৬,৬০০ মিলি অ্যাম্পিয়ার-আওয়ারের আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জে নিশ্চিন্তে পুরো দিন ব্যবহার করা যাবে। ফোনটিতে ৪৮.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক স্ট্রিমিং করতে পারবেন এবং ২৫.৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও দেখতে পারবেন। ডিভাইসটির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের দ্রুতগতির চার্জার, যার মাধ্যমে মাত্র স্মার্টফোনটি মাত্র ৪২ মিনিটে ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। আর মাত্র ৫ মিনিট চার্জেই পাওয়া যাবে অতিরিক্ত ৭ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।

স্মার্টফোনটিতে নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে, ২ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। এর আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখবে এবং বেজিয়ার কার্ভ ডিজাইন সুরক্ষিত রাখবে ফোনের চার কোণাকে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আই-কমফোর্ট ওএলইডি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।

স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা, যার ১/১.৬৭ ইঞ্চি লার্জ সেন্সর নিশ্চিত করবে দুর্দান্ত ছবি। ক্যামেরাটির ওআইএস ফিচার চলমান অবস্থায় ঝাঁকুনি ও অস্পষ্টতা কমিয়ে সুস্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়তা করবে। অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে অনারের নিজস্ব ম্যাজিকওএস ৮.০ অপারেটিং সিস্টেম সমর্থিত এ স্মার্টফোনটি ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *