আল্ট্রা-থিন ওয়্যারলেস চার্জিং এবং বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের নতুন ঠিকানা

ক.বি.ডেস্ক: টেকনোর স্পার্ক ৪০ সিরিজ বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করেছে। এন্ট্রি-টু-মিড-রেঞ্জ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা দিবে নতুন এই ফোনগুলো। আল্ট্রা-স্লিম ডিজাইন, ওয়্যারলেস চার্জিং, বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা আর এআই ফিচার সব মিলিয়ে টেকনো স্পার্ক ৪০ সিরিজে রয়েছে সবার জন্য কিছু না কিছু। সাধ্যের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে টেকনো আবারও প্রমাণ করলো-উন্নত প্রযুক্তি আর সাশ্রয়ী মূল্যের সমন্বয় সম্ভব।
স্পার্ক ৪০ সিরিজের চারটি মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে- স্পার্ক ৪০ প্রো+, স্পার্ক ৪০ প্রো, স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০সি। চারটি ফোনের ফিচার আলাদা হলেও এই সিরিজের সব স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, ডিউরাবিলিটি ও সেগমেন্টে বেস্ট পারফরমেন্সের কম্বিনেশন।
স্পার্ক ৪০ প্রো প্লাস: বিশ্বের সবচেয়ে স্লিম কার্ভড ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং ফোন
স্পার্ক সিরিজের হাই-এন্ড মডেল স্পার্ক ৪০ প্রো প্লাস মাত্র ৬.৪৯ মিমি স্লিম পাশাপাশি রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর, সঙ্গে ১৬ জিবি র্যাম (৮জিবি+৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি স্টোরেজ। এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩০ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ও ৪৫ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। রয়েছে ৫০ এমপি এআই মেইন ক্যামেরা ও ১৩ এমপি সেলফি ক্যামেরা। ফোনটি পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০ প্রো: ব্যালেন্স পারফর্মার
মাত্র ৬.৬৯ মিমি স্লিম স্পার্ক ৪০ প্রো এসেছে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ রেটিং সহ, যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা এটিকে করেছে ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য দুর্দান্ত। রয়েছে হেলিও জি১০০ চিপসেট প্রসেসর, ১৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ এমপি রিয়ার ক্যামেরা ও ১৩ এমপি সেলফি ক্যামেরা। ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, ফ্রি লিংক নেটওয়ার্ক ফিচার এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি (৪৫ওয়াট ফাস্ট চার্জিং সহ)। মূল্য ১৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০: স্টাইলিশ অল-রাউন্ডার
যারা বাজেটে ভালো পারফরম্যান্স ও ডিজাইন চান, তাদের জন্য স্পার্ক ৪০ হতে পারে সেরা পছন্দ। ৭.৬৭ মিমি স্লিম বডি, ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্টজ), ৫০ এমপি ক্যামেরা সেটআপ, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, হেলিও জি৮১ প্রসেসর সমৃদ্ধ এই ফোন পাওয়া যাচ্ছে ২টি ভ্যারিয়েন্টে ১৬ জিবি র্যাম (৮জিবি+৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ১৬,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ১২ জিবি র্যাম (৬জিবি+৬জিবি এক্সটেন্ডেড) এবং ১২৮ জিবি স্টোরেজের মূল্য ১৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্পার্ক ৪০সি: বিগ-ব্যাটারি কম্প্যাানিয়ন
দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান যারা, তাদের জন্য স্পার্ক ৪০সি একটি দারুণ অপশন। ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৬৭ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে (১২০ হার্টজ), হেলিও জি৮১ প্রসেসর, ৮ জিবি র্যাম (৪জিবি+৪জিবি এক্সটেন্ডেড) ও ১২৮ জিবি স্টোরেজ সহ এটি একটি বেস্ট বাজেট ফোন। রয়েছে আইপি৬৪ রেটিং, ডিটিএস স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মূল্য ১২,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ডিভাইসগুলো বাংলাদেশের যেকোনো টেকনো ব্র্যান্ড স্টোর ও অনলাইনে পাওয়া যাবে আরও জানতে ভিজিট করুনঃ www.tecno-mobile.com/bd