আর্মি আইবিএ সিলেট এবং ড্যাফোডিল কমপিউটার্সের মধ্যে চুক্তি
ক.বি.ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করে আর্মি আইবিএ সিলেট (এআইবি)-কে একটি স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত করার লক্ষ্যে ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেডের সঙ্গে একটি আধুনিক ইন্টিগ্রেটেড ইউনিভাসির্টি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি ও বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি আর্মি আইবিএ সিলেট ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। আর্মি আইবিএ সিলেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম কায়সার হোসেন এবং ড্যাফোডিল কমপিউটার্সের এজিএম ও হেড অব মার্কেটিং ড্যাফোডিল সফটওয়্যার রিয়াজ উদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল কমপিউটার্স আর্মি আইবিএ সিলেটের জন্য সফটওয়্যার তৈরি, বাস্তবায়ন ও সেবা প্রদান করবে। এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি ও তথ্য ব্যবস্থাপনা, কোর্স নিবন্ধন, গ্রেডিং, পরীক্ষার সময়সূচি, স্বয়ংক্রিয় ফলাফল প্রস্তুত, ব্লকচেইন ভিত্তিক সনদ যাচাই, মানবসম্পদ ব্যবস্থাপনা, হিসাব ও অর্থ ব্যবস্থাপনা সহ যাবতীয় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটালাইড হবে।
উল্লেখ্য ড্যাফোডিল কমপিউটার্স ইতিমধ্যে ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট, বিইউপি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বুটেক্স, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, হারসিড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি (সোমালিয়া), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) এবং ডিআইইউ সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থা তৈরি ও বাস্তবায়ন করেছে।