উদ্যোগ

আবাসন খাতে আসছে স্মার্ট হোম সলিউশন

ক.বি.ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের আবাসন খাতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে স্মার্ট হোম সুবিধা। ব্যবহার করা হবে ‘আলো’র বিভিন্ন পণ্য। গ্যাস ও স্মোক ডিটেক্টর, স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট সুইচ, যা বিটিআই এর আবাসন প্রকল্পগুলোতে ব্যবহার করা হবে। এসব সলিউশনের মাধ্যমে বাসিন্দারা মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে ও নিরবছিন্নভাবে নিজের বাড়ির খেয়াল রাখতে পারবেন।

উদ্ভাবনী ও টেকসই আবাসনে দেশে প্রথমবারের মতো নেয়া এমন উদ্যোগ বাড়ির মালিকদের দেবে আরও সুবিধা ও নিরাপত্তা। পাশাপাশি দেশজুড়ে বসতবাড়িতে ডিজিটাল সমন্বয়ের পথ প্রস্তথ করলো এই পদক্ষেপ।

গ্রাহকদের জন্য উদ্ভাবনী স্মার্ট হোম সলিউশন আনতে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ, হেড অব লার্জ একাউন্টস এম শাওন আজাদ, হেড অব নিউ বিজনেস ডেভেলপমেন্ট আবদুল্লাহ আল মাহমুদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব লার্জ একাউন্ট থ্রি এ কে এম হাবিবউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার শারমিন বিনতে বিল্লাল প্রমুখ।

ইয়াসির আজমান বলেন, “প্রথমবারের মতো নেয়া এমন যৌথ উদ্যোগ আবাসন খাত ও প্রযুক্তির সমন্বয়ে এক নতুন ধারার সূচনা করবে। আমরা স্মার্ট হোম ধারণাকে গ্রাহকদের কাছে বাস্তব করে তুলতে চাই; যার মাধ্যমে তারা সত্যিকার অর্থে ডিজিটাল লাইফস্টাইলের অভিজ্ঞতা নিতে পারবেন।”

ফয়জুর রহমান খান বলেন, “বিটিআই’র সকল স্থাপনায় অত্যাধুনিক ডিজিটাল সলিউশ ব্যবহারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে আমাদের গ্রাহকরা আরও স্মার্ট, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে পারবেন।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *