আজ থেকে এনইআইআর কার্যক্রম চালু, বন্ধ হবে নতুন অবৈধ মোবাইল ফোন
ক.বি.ডেস্ক: অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) কার্যক্রম। এই ব্যবস্থা চালুর মাধ্যমে মোবাইল ফোনের বাজারে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ মোবাইল ফোন বন্ধের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন থেকে দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া যেকোনও অবৈধ বা চোরাই পথে আসা মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশের সাধারণ গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনও মোবাইল ফোন বন্ধ করা হবে না। এমনকি ব্যবসায়ীদের স্টকে থাকা যেসব ফোনের আইএমইআই তালিকা গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) এর মধ্যে জমা দেয়া হয়েছে, সেগুলোও সচল থাকবে। শুধু আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে নেটওয়ার্কে যুক্ত হওয়া সম্পূর্ণ নতুন মোবাইল ফোনগুলোই এনইআইআর প্রক্রিয়ার আওতায় আসবে।
বিটিআরসি জানিয়েছে, প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের পাশাপাশি আরও দুটি নতুন মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। এই মোবাইল ফোনগুলো নিবন্ধনের জন্য তারা তিন মাস সময় পাবেন। এই সময়জুড়ে মোবাইল ফোনগুলো নেটওয়ার্কে সচল থাকবে। পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত নথিপত্র ব্যবহার করে খুব সহজেই অনলাইনে এনইআইআর পোর্টালে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “এনইআইআর চালুর বিষয়টি অনেকটা ঝুলে ছিল মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর সিদ্ধান্তের ওপর। যদি আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মোবাইল ফোন আমদানি ও উৎপাদন শুল্ক কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবেই এই কার্যক্রম পূর্ণ গতি পাবে। সরকারের লক্ষ্য হলো শুল্ক কমিয়ে বৈধ মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা, যাতে কেউ অবৈধ মোবাইল ফোন কিনতে আগ্রহী না হয়।”
বিটিআরসি বলছে, মূলত তিনটি লক্ষ্য নিয়ে এই ব্যবস্থা চালু করা হয়েছে- অবৈধ হ্যান্ডসেট বা ‘গ্রে মার্কেট’ রোধ করা; চুরি হওয়া বা ছিনতাই হওয়া মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে ব্লক করে দেয়া এবং মোবাইল ফোন বাজারের বিশৃঙ্খলা দূর করে রাজস্ব নিশ্চিত করা। প্রযুক্তিগতভাবে এনইআইআর মূলত মোবাইল ফোনের আইএমইআই, সিম নম্বর এবং আইএমএসআই এই তিনটি তথ্য যাচাই করে। এটি গ্রাহকের ব্যক্তিগত কল রেকর্ড করে না, মেসেজ পড়ে না কিংবা ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণ করে না। এটি কেবল ডিভাইসের বৈধতা যাচাইয়ের একটি কারিগরি মাধ্যম।





