সাম্প্রতিক সংবাদ

আইসিটি খাতের উন্নয়নে ইন্টারনেট সেবায় সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি বাক্কো’র

ক.বি.ডেস্ক: আইসিটি খাতের উন্নয়ন ও রপ্তানি আয়ের ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করতে দেশের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি ইন্টারনেট সেবায় আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক বাতিলের আহ্বান জানিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জারি করা অধ্যাদেশে ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে তুলে ধরে বাক্কো জানিয়েছে, এই পদক্ষেপ আইসিটি খাতের গতিশীল উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে।

বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “ইন্টারনেট সেবা আইসিটি শিল্পের অন্যতম প্রধান অবকাঠামো। এই শুল্ক আরোপের ফলে আইসিটি খাতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইটি শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হবে। পাশাপাশি, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “বাংলাদেশের আইসিটি পরিষেবা আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই শিল্পের রপ্তানি আয় অদূর ভবিষ্যতে ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। তবে এই অগ্রগতি ধরে রাখতে নীতিগত সহযোগিতা এবং কর সংক্রান্ত সহজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাক্কো মনে করে, আইসিটি শিল্পের অবকাঠামো হিসাবে ইন্টারনেট সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পের টিকে থাকা এবং সামগ্রিক অগ্রগতির জন্য এটি একটি অপরিহার্য উপাদান। তাই সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে, আইসিটি খাতের উন্নয়ন এবং রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে ইন্টারনেট সেবায় আরোপিত সম্পূরক শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *