সাম্প্রতিক সংবাদ

‘আইআরও ২০২২’ এ ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

ক.বি.ডেস্ক: ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২২ এর জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক রোবট অলম্পিয়াদের (আইআরও) জন্য নির্বাচিত এই ১৬ সদস্যের বাংলাদেশ দলই থাইল্যান্ডের ফুকেট- এ অনুষ্ঠিতব্য ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রতিনিধিত্ব করবে।

গত ২৫-২৬ অক্টোবর দুই দিনব্যাপী বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে রাজধানী ঢাকায় চলতি মাসের ৪-৫ নভেম্বর দুই দিনব্যাপী একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয়। সেখানে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেযুক্ত একদল প্রশিক্ষক। এরপর শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

২৪তম আইআরও ২০২২ এ ১৬ সদস্যের বাংলাদেশ দল

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হলেন- উইলিয়াম ক্যারি একাডেমীর জাইমা জাহিন ওয়ারা; ন্যাভি অ্যাংকোরেজ স্কুল অ্যান্ড কলেজের মাহরুজ মোহাম্মদ আয়মান; মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শবনম খান; জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের রাফিহাত সালেহ;  সানবিমসের নাশীতাত যাইনাহ রহমান; চিটাগং গ্রামার স্কুল-ঢাকার কাজি মুস্তাহিদ লাবিব; সাউথ পয়েন্ট স্কুলের মারজিয়া আফিফা পৃথিবী; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওমর করিম; মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার; ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামিয়া মেহনাজ ও মাইশা সোবহান; ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আরেফিন আনোয়ার; ওয়াই ডব্লিউ সি এ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের নুসাইবা তাজরীন তানিশা; চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আবরার শহীদ; রাজশাহী কলেজের সাদিয়া আনজুম পুষ্প এবং ভাঙ্গুরা পাবলিক স্কুলের বি এম হামিম।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে আইসিটি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *