আনুষাঙ্গিক মোবাইল

অপোর নেক্সট-লেভেল ভিশন ‘অ্যাপেক্স গার্ড’ চালু

ক.বি.ডেস্ক: হার্ডওয়্যার, সফটওয়্যার ও সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত এবং দীর্ঘস্থায়ী করতে ‘অ্যাপেক্স গার্ড’ নামের সম্পূর্ণ নতুন টেকনোলজি স্যুট উন্মোচন করেছে অপো। ১৬ নভেম্বর অপোর বিনহাই বে ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। গবেষণা থেকে শুরু করে পণ্যের চূড়ান্ত উৎপাদন প্রতিটি ধাপে নেক্সট-লেভেল কোয়ালিটি নিশ্চিত করাই অ্যাপেক্স গার্ডের লক্ষ্য।

অপো গ্লোবালের ডিরেক্টর অব ম্যানুফেকচারিং গ্রাস শান বলেন, “মানই আমাদের সবকিছুর ভিত্তি। উন্নতমানের পণ্য দিয়েই আমরা প্রতিটি ব্যবহারকারীর স্বকীয় অভিজ্ঞতা সুরক্ষিত রাখার চেষ্টা করি।”

অ্যাপেক্স গার্ড: কোয়ালিটির নতুন মানদণ্ড
অ্যাপেক্স গার্ড তিনটি মূল ক্ষেত্রে অপোর কোয়ালিটি স্ট্যান্ডার্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে-
দৈনন্দিন ব্যবহারের বাইরে বাড়তি সুরক্ষা: অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন পানি, ধাক্কা বা পড়ে যাওয়ার মতো ঘটনায় আরও উন্নত সুরক্ষা দিতে অ্যাপেক্স গার্ড নতুন প্রজন্মের উপকরণ ব্যবহার করছে। অপো উন্নত করেছে আল্ট্রা-হাই-স্ট্রেংথ স্টিল ও এএম০৪ অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়, যা ডিভাইসকে আরও শক্ত ও টেকসই করে। পাশাপাশি আর্মর শিল্ড ডিজাইন কাঠামোগত সুরক্ষা আরও বাড়িয়েছে।

পণ্যের জীবনকাল বৃদ্ধিতে টেকসই প্রযুক্তি: দীর্ঘ মেয়াদে নতুনের মতো ব্যবহারের অভিজ্ঞতা দিতে অপোর সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তিতে যোগ হয়েছে কাস্টমাইজড স্ফেরিকাল সিলিকন-কার্বন ম্যাটেরিয়াল। এর ফলে ব্যাটারি সেলের আয়ুষ্কাল বাড়ে অতিরিক্ত ৪০০ সাইকেল পর্যন্ত। দীর্ঘ ব্যবহারের পরেও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

ইন্ডাস্ট্রির মানদণ্ডের বাইরে কঠোর টেস্টিং: টিইউভি রাইনল্যান্ড, টিইউভি সুড এবং এসজিএসের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় প্রতিটি ডিভাইসে করা হয় ১৮০টির বেশি কঠোর টেস্ট। প্রি-আরঅ্যান্ডডি থেকে শুরু করে পূর্ণ লাইফসাইকেল জুড়েই চলে এসব মূল্যায়ন। বিক্রয়োত্তর সেবাতেও অপো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডকে ছাড়িয়ে গেছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

স্মুথ সফটওয়্যার অভিজ্ঞতায় নেক্সট-লেভেল উন্নতি
দৈনন্দিন ব্যবহারে আরও স্মুথনেস:কালারওএস ১৬-এ এসেছে লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন ও অ্যান্ড্রয়েডের প্রথম ইউনিফাইড অ্যানিমেশন আর্কিটেকচার যা অ্যাপ চালু, অ্যানিমেশন ও ট্রানজিশনকে আরও মসৃণ করে। ট্রিনিটি ইঞ্জিনের চিপ-লেভেল ডায়নামিক ফ্রেম সিঙ্ক মাল্টিটাস্কিংয়ে রিয়েল-টাইম পারফরম্যান্স নিশ্চিত করে। সেন্সর-অফলোড টেকনোলজি শক্তি ব্যবহারে ৪কে ৬০এফপিএস ভিডিও রেকর্ডিংয়ের সময়ও ডিভাইসকে আরও কার্যকর রাখে।

দীর্ঘমেয়াদে নতুনের মতো পারফরম্যান্স: এন্ট্রি-লেভেল ডিভাইসের জন্য নতুন ‘ইনস্ট্যান্ট রিফ্রেশ’ ফিচার ব্যবহারকারীদের এক ট্যাপে অ্যাপ পারমিশন ও ডেটা ফ্র্যাগমেন্টেশন অপটিমাইজ করতে দেয়। প্রতিটি ডিভাইস ৪৮, ৬০ বা ৭২ মাস পর্যন্ত কঠোর এজিং টেস্টের মধ্য দিয়ে যায়।

অপো সফটওয়্যার স্মুথনেস মাপতে চালু করেছে ‘স্মুথনেস বেসলাইন টেস্ট’, যেখানে হাজারও রিয়েল-ওয়ার্ল্ড সিনারিওতে ফোনের পারফরম্যান্স পরিমাপ করা হয়। ইন্ডাস্ট্রি-প্রথম ‘৬ জিরো’ প্যারালাল অ্যানিমেশন স্ট্যান্ডার্ড শূন্য ল্যাগ, শূন্য ল্যাটেন্সি, শূন্য ফ্লিকার, শূন্য ক্র্যাশ, শূন্য মিসলঞ্চ ও শূন্য ফ্রিজ অপোর প্রতিটি সিরিজে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

বিনহাই বে ক্যাম্পাস: অপোর উদ্ভাবনের কেন্দ্র
ম্যাটেরিয়ালস ল্যাব, ইন্টেলিজেন্ট টার্মিনাল টেস্টিং ল্যাব, পাওয়ার কনজাম্পশন ইন্টেলিজেন্ট ল্যাব ও কমিউনিকেশন ল্যাবসহ অত্যাধুনিক গবেষণা সুবিধা নিয়ে অপোর বিনহাই বে ক্যাম্পাসই কোয়ালিটি ও উদ্ভাবনের মূল উৎস হিসেবে কাজ করছে। এখানকার উন্নত সরঞ্জাম ও সমন্বিত রিসোর্স ব্যবহার করে অপো আরও নির্ভরযোগ্য হার্ডওয়্যার ও স্মুথ সফটওয়্যার অভিজ্ঞতা নিশ্চিত করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *