উদ্যোগ

অপো রেনো১৪ সিরিজ ‘নাইটলাইফ রেনোগ্রাফি’ প্রতিযোগিতা

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অপো রেনো১৪ সিরিজ ফাইভজি ফ্যান ও অপো রেনো-প্রেমীদের জন্য ‘নাইটলাইফ রেনোগ্রাফি’ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা কেবল চ্যালেঞ্জ নয়; বরং একইসঙ্গে, উদ্ভাবন ও সৃজনশীলতার মধ্য দিয়ে ওঠে আসা রাতের সৌন্দর্য গভীরভাবে উপলব্ধির এক আমন্ত্রণ। এই প্রতিযোগিতা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগামী ৩১ আগস্ট বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সৃজনশীলতার মানদণ্ডে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে। এতে গ্র্যান্ড উইনার পাবেন একটি নতুন অপো রেনো স্মার্টফোন; দ্বিতীয় স্থান অধিকারী পাবেন একটি অপো এনকো এয়ার৪ প্রো। তৃতীয় স্থান অধিকারী পাবেন এক্সক্লুসিভ অপো টি-শার্ট ও ফ্রেমড ফটো স্বীকৃতি। চতুর্থ থেকে বিশতম স্থান অধিকারী প্রতিযোগীরা প্রত্যেকে তাদের বিজয়ী ছবির ফ্রেমড ফটোর মাধ্যমে স্বীকৃত হবেন।

শহরের প্রাণবন্ত দৃশ্য, বিয়ে ও রাস্তায় আড্ডার আনন্দ, সন্ধ্যার পর পোর্ট্রেইটের সৌন্দর্য, অন্ধকারে গতিশীলতার শক্তি, রাতের প্রাকৃতিক শোভা এবং অন্ধকারে স্থাপত্যের চিরন্তন মহিমা- এরকম বিভিন্ন থিমে প্রতিযোগিতাটি আয়োজিত হবে। প্রতিটি ছবি অবশ্যই অপো স্মার্টফোনে ধারণ করা মৌলিক সৃষ্টি হতে হবে। শিল্পকৌশল বাড়াতে সীমিত পরিসরে এডিটিং অনুমোদিত থাকলেও, খুব বেশি পরিবর্তন গ্রহণযোগ্য নয়; যেন প্রতিটি সাবমিশনেই মৌলিকত্ব অটুট থাকে। বিস্তারিত: facebook.com/OPPOBangladesh বা www.oppo.com/bd ভিজিট করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *