উদ্যোগ

অনলাইনে অ্যাম্বুলেন্স বুকিং সেবায় আসছে অ্যাম্বুফাস্ট ডটকম

ক.বি.ডেস্ক: বাংলাদেশে অ্যাম্বুলেন্স সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও এখনও অনেক ঘাটতি বিদ্যমান। জরুরি প্রয়োজনে দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া কঠিন, সেবার মান নিয়ে প্রশ্ন থাকে, খরচের স্বচ্ছতার অভাব এবং অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষের জন্য জরুরি সেবা গ্রহণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সেবা পেতে রোগীর পরিবারকে ব্যক্তিগত যোগাযোগের ওপর নির্ভর করতে হয়, যা সময়মতো সেবা প্রাপ্তির পথে বড় বাধা সৃষ্টি করে।

এই সমস্যা সমাধানে এবং অ্যাম্বুলেন্স সেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে অ্যাম্বুফাস্ট ডটকম বাংলাদেশে তাদের যাত্রা করতে যাচ্ছে। শতভাগ অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে, অ্যাম্বুফাস্ট ডটকম অ্যাম্বুলেন্স সেবা খাতকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করে রোগী এবং তাদের পরিবারের জন্য জরুরী সেবা প্রাপ্তি কমমূল্যে সহজলভ্য করবে।

অ্যাম্বুফাস্ট ডটকম
২৪/৭ সেবা প্রাপ্তি: ওয়েবসাইটে রিয়েল টাইম অ্যাম্বুলেন্স বুক করার সুবিধা ও ৬০ সেকেন্ডে রেসপন্স। ২৪/৭ হট লাইন নাম্বার ০৯৬১৪-৯১১৯১১ এর মাধ্যমেও অ্যাম্বুলেন্স বুকিংয়ের ব্যবস্থা থাকছে।

নিকটবর্তী সেবার নিশ্চয়তা: জিও-লোকেশন প্রযুক্তি ব্যবহার করে নিকটবর্তী অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া। গ্রাহকদের প্রযুক্তির বিকাশের সুফল পৌঁছে দেয়া। অ্যাম্বুলেন্সের গন্তব্য ও অবস্থান রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে।

বিভিন্ন ধরণের সেবা: অভিজ্ঞ কাস্টমার সাপোর্ট টিমের মাধ্যমে জরুরি সহায়তা। সাধারণ এসি অ্যাম্বুলেন্স থেকে আইসিইউ সাপোর্টযুক্ত এবং এয়ার অ্যাম্বুলেন্স বুকিং সুবিধা। মূল লক্ষ্য পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্সের ভাড়া কমিয়ে আনা। অগ্রিম খরচ জানা যাবে, লুকানো চার্জ নেই।

অ্যাম্বুফাস্ট ডটকম আধুনিক প্রযুক্তি এবং সময়মতো সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষার পথ সহজ হবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা অ্যাম্বুলেন্স সেবার দীর্ঘদিনের ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখবে। সেবাটি প্রথমে দেশের প্রধান শহরগুলোতে চালু হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অ্যাম্বুফাস্ট সেফকেয়ার২৪/৭ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের একটি উদ্যোগ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *