Home Posts tagged ৫০০ সিরিজ
মোবাইল স্মার্টফোন
ক.বি.ডেস্ক: চীনের বাজারে উন্মোচিত হলো অনার ৫০০ সিরিজ স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি, হাইরেহ ক্যামেরা ও নতুন প্রজন্মের প্রসেসরের সমন্বয়ে অনার এবার প্রতিযোগিতায় বড় ধাক্কা দিল। সিরিজটিতে রয়েছে দুটি মডেল অনার ৫০০ এবং অনার ৫০০ প্রো। দুটিতেই থাকছে স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ সুবিধা। উভয় ফোনেই রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, বিশাল ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম।