ক.বি.ডেস্ক: উচ্চক্ষমতা ও সর্বাধুনিক এআই ফিচার সম্বলিত বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) এর ১৪তম প্রজন্মের সিরিজ ল্যাপটপ দেশের বাজারে নিয়ে এলো ইউসিসি। প্রযুক্তিপ্রেমীদের জন্য ইউসিসি এমএসআই এর ১৪তম প্রজন্মের রাইডার জিই৭৮ এইচএক্স, ভেক্টর ১৬ এইচএক্স, সাইবর্গ ১৫ এআই এ১ভিএফকে এবং সাইবর্গ ১৫ এআই এ১ভিএইকে মডেলের ল্যাপটপগুলো নিয়ে এসেছে।





