
ক.বি.ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে এসেছে ইন্টেল ১২তম প্রজন্মের ১৪/১৫.৬ ইঞ্চির লেনোভো আইডিয়াপ্যাড স্লিম থ্রি-আই ল্যাপটপ। মডেলভেদে ল্যাপটপগুলো ফুল এইচডি ও ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে সর্বোচ্চ ৪.৪ গিগাহাটর্জ সমর্থিত ইন্টেল কোর আই৫-১২৩৫ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর-ফোর র্যাম, ইন্টেগ্রেটেড ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স এবং