
ক.বি.ডেস্ক: অপো দেশের বাজারে রেনো১৩ এফ স্মার্টফোনে মূল্যছাড় ঘোষণা করেছে। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য সাড়া জাগানো এই ডিভাইসটিতে ৪,০০০ টাকা মূল্যছাড় রয়েছে। বর্তমানে এর মূল্য ৩০,৯৯০ টাকা, যা আগে ছিলো ৩৪,৯৯০ টাকা। রেনো১৩ এফ ডিজাইন করা হয়েছে সব জায়গায়, এমনকি পানির নিচেও নিখুঁতভাবে ছবি তোলা নিশ্চিত করার উপযোগী করে। এর আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট […]