স্মার্টফোন কোম্পানি শাওমি আজ সোমবার (২১ মার্চ) স্থানীয়ভাবে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন ‘‘রেডমি নোট ১১’’ উন্মোচনের ঘোষণা দিয়েছে। রেডমি নোট ১১ স্মার্টফোন দিয়ে শাওমি তাদের ‘মেইক ইন বাংলাদেশ’ যাত্রাকে আরও শক্তিশালী করল। ফোনটিতে থাকছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ
ক.বি.ডেস্ক: বাংলাদেশের কারখানায় তৈরি অ্যামোলেড ডিসপ্লের প্রথম ফোন আনতে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। স্মার্টফোনটি হচ্ছে ‘‘রেডমি নোট ১১’’। এরই মধ্যে স্মার্টফোনটি উন্মোচনের বিষয়ে এক ফেসবুক পোষ্টে জানিয়েছেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। নতুন নোট সিরিজের স্মার্টফোন হবে রেডমি নোট ১১। ফোনটি আগামী ২১ মার্চ দেশে উন্মোচনের কথাও জানিয়েছেন তিনি।