দেশের বাজারে নতুন বছরের প্রথম স্মার্টফোনটি নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। নতুন এই স্মার্টফোনের মডেল ‘ভিভো ওয়াই১২এস’। গ্রাহকরা আজ ১৪ জানুয়ারি(বৃহস্পতিবার) থেকে ভিভো ওয়াই১২এস এর জন্য প্রি বুকিং দিতে পারছেন। এই প্রি-বুকিং পর্ব চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশেভিভো ওয়াই১২এস পাওয়া যাচ্ছে ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু রঙে।





