 
            
                দীর্ঘসময় ব্যাটারির চার্জ, দারুণ ডিজাইন সঙ্গে ক্যামেরার ঝলক। এতসবের পাশাপাশি মূল্যটাও যদি থাকে হাতের নাগালে তাহলে কথাই নেই। তরুণদের প্রাধান্য দিয়েই দেশে এসেছে ভিভো ওয়াই২১টি। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জ, চমতকার ডিজাইন সঙ্গে রয়েছে ক্যামেরায় উদ্ভাবনী চমক। গত মাসে স্মার্টফোনটি উন্মোচনের পর এরই মধ্যে গ্রাহকদের মন জয় করেছে ব্র্যান্ডনিউ এই                             
            

 
             
            


