প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে দেশের স্মার্টফোন বাজারে আসছে অপো ‘রেনো১৩ সিরিজ’। প্রজাপতির ডানার মতো করে তৈরি বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ- এই দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতা ও আবেগময় ভাব প্রকাশে স্মার্টফোনটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এতে স্পষ্ট করে প্রতিফলিত হয়েছে, স্টাইল ও ব্যক্তিত্ব কীভাবে