ক.বি.ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটন রোড গড়ে উঠছে প্রযুক্তিপণ্যের নতুন বাজার ‘ঢাকা কমপিউটার সিটি’। এই আধুনিক কমপ্লেক্সে এক ছাদের নিচে মিলবে কমপিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, সফটওয়্যার, সিসিটিভি, মোবাইল ফোন, গ্যাজেট ও আইওটি পণ্য কেনাবেচার অভাবনীয় সুযোগ। ১৫ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি দেশের অন্যতম উচ্চমানের কমপিউটার কমপ্লেক্স হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে।





