
ক.বি.ডেস্ক: মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”। গত ২৩-২৪ মে রাজশাহী বিভাগ থেকে যাত্রা করে ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩’। তারই ধারাবাহিকতায় এবারে দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় অনুষ্ঠান দুই দিনব্যাপী (৫-৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। বিপিও সামিটে অংশগ্রহণ করতে চাইলে: bposummit.org.bd/register আগামী ৫