ক.বি.ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো-এর ফার্স্ট সেল শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দেশজুড়ে সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড রিসেলার আউটলেট থেকে ক্রেতারা তাদের ডিভাইসটি কিনে নিতে পারবেন। প্রি-বুক যারা করেছিলেন তারা এক্সক্লুসিভ প্রি-অর্ডার গিফট সহ ১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। রয়েছে এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগ ও বাংলালিংকের পক্ষ থেকে স্পেশাল ডেটা।





